Prev | Up | Next

কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)

৪৬

রাগিণী পরজ কালাংড়া। তাল জলদ তেতালা।

ওগো নিদয়া! তোরে, দয়াময়ী লোকে কয়।
তারা, জানে না পাষাণের মেয়ে, হৃদয় পাষাণময়॥
ও দুটী চরণ বিনে, অন্য কিছু যে না জানে;
এত দুঃখ তার প্রাণে, তোমার উচিত নয়॥
তুমি আপনার সুখে সুখী, পরদুখে নও দুখী,
তবে কি কারণে ত্রিভুবনে তব আশ্রয় লয়॥
কমলাকান্তের এই, নিবেদন ব্রহ্মময়ি!
তোরে কে সেবিত; যদি না থাকিত যম-ভয়॥

Prev | Up | Next


Go to top