কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)
৪৮
রাগিণী কালাংড়া। তাল একতালা।
ওরে কিছু পথের সম্বল কর ভাই।
ঐহিকের যত সুখ হলো হলো নাই নাই॥
ক্রোশেক দুই ক্রোশেক যেতে, গেঁঠে বেন্ধে লও খেতে, এ বড়
দুর্গম পথে, মাথা কুড়লে পেতে নাই॥
বাণিজ্য-ব্যবসায় এসে, মূলে টানাটানি শেষে, এখন উপায় বল,
কল্পতরুমূলে যাই। কমলাকান্তের মন! তথা আছে মহা ধন, সকল
আশায় দিয়ে ছাই, দৃঢ় করে ধর তাই॥
পাঠান্তর / পাঠভেদ:
রাগিণী পরজ ঢিমে তেতালা।
আরে কিছু শেষের সম্বল কর ভাই অহিকের যত
সুখ হল হল নাই নাই।
ক্রোশেক দুই ক্রোশ হেতে গেঠে বেঁধে লও খেতে
সে বড় দুর্গমপথ মাথা কুটলে পেতে নাই॥
বানিজ্য-ব্যবসায় এসে মূলে টানাটানি শেষে এখন
উপায় কালী কল্পতরু মূলে যাই কমলাকান্তের
মন তথা আছে মহাধন সকল আসায় দিয়ে ছাই
দড় করে ধরতাই॥