Prev | Up | Next

কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)

৫০

রাগিণী গৌরী। তাল জলদ্ তেতালা।

ওরে মধুকর রে! মজিলে কি রসে।
হেরিয়ে না হের মা মোর, সুধা বরিষে॥
ত্যজিয়ে পরম রস, হইয়ে ইন্দ্রিয়বশ, আপনার অলসে। অচে-
তন মূঢ়সম, মিছা আশে সদাভ্রম, কমলে নির্মল প্রেম, রাখিবে
কিসে॥

Prev | Up | Next


Go to top