কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)
৫০
রাগিণী গৌরী। তাল জলদ্ তেতালা।
ওরে মধুকর রে! মজিলে কি রসে।হেরিয়ে না হের মা মোর, সুধা বরিষে॥ত্যজিয়ে পরম রস, হইয়ে ইন্দ্রিয়বশ, আপনার অলসে। অচে-তন মূঢ়সম, মিছা আশে সদাভ্রম, কমলে নির্মল প্রেম, রাখিবেকিসে॥