Prev | Up | Next

কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)

৫১

রাগিণী সুরট-সিন্ধু। তাল ঢিমা তেতালা।

ওহে গিরিরাজ! গৌরী অভিমান করেছে।
মনোদুঃখ নারদে কত না কয়েছে॥
দেব দিগম্বরে, সোঁপিয়া আমারে, মা বুঝি নিতান্ত পাসরেছে॥
হরের বসন বাঘছাল, ভূষণ হাড়মাল, জটায় কালফণী দুলিছে।
শিবের সম্বল, ধুতূরারি ফল, কেবল তোমারি মন ভুলেছে॥
একে সতিনের জ্বালা, না সহে অবলা, যাতনা প্রাণে কত সয়েছে।
তাহে সুরধূনী, স্বামীসোহাগিনী, সদা শঙ্করের শিরে রয়েছে॥
কমলাকান্তের, নিবেদন ধর, একথা মোর মনে লৈয়েছে। তুমি
শিখরমণি, তোমার নন্দিনী, ভিখারীর ভিখারিণী হয়েছে॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী সুরট-সিন্ধু - তাল ঢিমা তেতালা।

ওহে গিরিরাজ গৌরী অভিমান করেছে।
মনোদুঃখে নারদে কত না কয়েছে॥
দেব দিগম্বরে,        সপিয়ে আমারে,
মা বুঝি নিতান্ত পাসরেছে॥
হরের বসন বাঘছাল,        ভূষণ হাড়মাল,
জটায় কালফণী দুলিছে।
শিবের সম্বল,        ধুতুরারি ফল,
কেবল তোমারি মন ভুলেছে॥ -
একে সতিনের জ্বালা,        না সহে অবলা,
যাতনা প্রাণে কত সয়েছে॥
তাহে সুরধনী,        স্বামিসোহাগিণী,
সদা শঙ্করের শিরে রয়েছে। -
কমলাকান্তের,        নিবেদন ধর,
এ কথা মোর মনে লয়েছে।
তুমি শিখরমণি,        তোমার নন্দিনী,
ভিখারি[র] ভিখারিণী হয়েছে॥ -

পাঠান্তর / পাঠভেদ:

ওহে গিরিরাজ, গৌরী অভিমান করেছে।
মনোদুঃখে নারদে কত না কয়েছে -
দেব দিগম্বরে সঁপিয়া আমারে, মা বুঝি নিতান্ত পাসরেছে॥
হরের বসন বাঘছাল, ভূষণ হাড়মাল, জটায় কাল-ফণী দুলিছে।
শিবের সম্বল ধুতুরারি ফল, কেবল তোমারি মন ভুলেছে॥
একে সতীনের জ্বালা, না সহে অবলা, যাতনা প্রাণে কত সয়েছে।
তাহে সুরধুনী, স্বামী-সোহাগিনী, সদা শঙ্করের শিরে রয়েছে॥
কমলাকান্তের নিবেদন ধর, এ কথা মোর মনে লৈয়েছে।
তুমি শিখরমণি, তোমার নন্দিনী, ভিখারীর ভিখারিণী হয়েছে॥

পাঠান্তর / পাঠভেদ:

ওহে গিরিরাজ, গৌরী অভিমান করেছে।
মনোদুঃখে নারদে কত না কয়েছে -
দেব দিগম্বরে সঁপিয়ে আমারে, মা বুঝি নিতান্ত পাসরেছে॥
হরের বসন বাঘছাল, ভূষণ হাড়মাল, জটায় কাল-ফণী দুলিছে।
শিবের সম্বল ধুতুরারি ফল, কেবল তোমারই মন ভুলেছে॥
একে সতীনের জ্বালা, না সহে অবলা, যাতনা প্রাণে কত সয়েছে॥
তাহে সুরধুনী, স্বামী-সোহাগিনী, সদা শঙ্করের শিরে রয়েছে॥
কমলাকান্তের নিবেদন ধর, এ কথা মোর মনে লৈয়েছে।
তুমি শিখরমণি, তোমার নন্দিনী, ভিখারীর ভিখারিণী হয়েছে॥

Prev | Up | Next


Go to top