Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

১৬৩

জংলা - একতালা।

মন কেন রে পেয়েছ এত ভয়।
ও তুমি কেন রে পেয়েছ এত ভয়॥
তূফান দেখে ডরো না রে, ও তুফান নয়।
দুর্গা নাম তরণী ক'রে বেয়ে গেলে হয়॥
পথে যদি চৌকীদারে, তোরে কিছু কয়।
তখন ডেকে বলো, আমি শ্যামা মায়েরি তনয়॥
প্রসাদ বলে ক্ষেপা মন, তুই কারে করিস্ ভয়।
আমার এ তনু দক্ষিণার পদে করেছি বিক্রয়॥

Prev | Up | Next


Go to top