Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

১৭০

প্রসাদী সুর - একতালা।

মন তুমি দেখ রে ভেবে।
ওরে আজি অব্দ শতান্তে বা অবশ্য মরিতে হবে॥
ভবঘোরে রয়ে রে মন ভাবলিনে ভবানী ভবে।
সদা ভাব সেই ভবানী-পদ যদি ভবপারে যাবে॥

Prev | Up | Next


Go to top