Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

১৯৪

জংলা - একতালা।

মা তোমারে বারে বারে জানাব আর দুঃখ কত।
ভাসিতেছি দুঃখ-নীরে, স্রোতের সেহালার মত॥
দ্বিজ রামপ্রসাদ বলে, মা বুঝি নিদয়া হলে,
দাঁড়াও একবার দ্বিজমন্দিরে,
দেখে যাই জনমের মত॥

পাঠান্তর / পাঠভেদ:

জংলা - একতালা

মা তোমারে বারে বারে জানাব আর দুঃখ কত।
ভাসিতেছি দুঃখ-নীরে, স্রোতের শেহালার মত॥
আমার যে মা মূল বাঁধা নাই, কোথায় যেতে কোথা দাঁড়াই,
ছয় দিকেতে ছয় রিপুর টান, মাঝে পড়ে হ'লাম হত।
দ্বিজ রামপ্রসাদে বলে, মা বুঝি নিদয়া হ'লে,
দাঁড়াও একবার হৃদ্কমলে, দেখে যাই জনমের মত॥

Prev | Up | Next


Go to top