Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

১৯৫

পিলু বাহার - যৎ।

মা ব'লে ডাকিস্ না রে মন, মাকে কোথা পাবে ভাই।
থাকলে এসে দিত দেখা, সর্বনাশী বেঁচে নাই॥
গিয়ে বিমাতার তীরে, কুশপুত্তল দাহন ক'রে,
ওরে অশৌচান্ত পিণ্ড দিয়ে, কালাশৌচে কাশী যাই॥

Prev | Up | Next


Go to top